আক্রান্ত
০
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় ১৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর দেওয়ানহাটের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দৈনিক জনতার অধিকার চট্টগ্রাম প্রতিনিধি কে বলেন, দেওয়ানহাট ফায়ার সার্ভিসের বিপরীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় সাতজন নারী ও সাতজন পুরুষকে আটক করা হয়। তাদের সঙ্গে হোটেলের দুই কর্মচারীকেও আটক করা হয়েছে।
তিনি জানান, আটককৃতদের বেশিরভাগই পোশাক কারখানার কর্মী। সবাই নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন। তাদের শনিবার (১০ এপ্রিল) আদালতে নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply