আঃনয়ন চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাপাইনবাবগঞ্জ-১৭/৪/২১ শনিবার অস্বচ্ছল ৮০ টি পরিবারের মধ্যে একরামুল ইনসান যুব কাফেলার ইফতার সামগ্রী বিতরণ।
আজ শনিবার ফজর নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শেহালা কলোনি ” একরামুল ইনসান যুব কাফেলা”র উদ্দ্যোগে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে মাহে রমজানে এলাকার অসচ্ছল প্রায় ৮০ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।শেহালা নামোপাড়া, গণকা গোরস্থান মোড়,,বাগানপাড়া এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মোঃ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ারের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন সদস্য নয়ন অহেদ,ফারুক, রুবেল, জনি,আল আমিন,রকি প্রমূখ। ইফতার সামগ্রীর মধ্যে প্রতি পরিবার কে এক লিটার সয়াবিন তেল,এক কেজি খেজুর, এক কেজি চিনি, এক কেজি ছোলা,এক প্যাকেট মুড়ি ও পাঁচ প্যাকেট করে ট্যাং সরবত বানানো পাউডার দেওয়া হয়।আগামীতে এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য আব্দুল অহেদ নয়ন।
Leave a Reply