বগুড়া প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে বগুড়ার শেরপুর উপজেলায় মামলা ও অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করছিল ‘নাহিদ এন্ড নাইম ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক আরেকটি অভিযানে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা বলেন, লকডাউন বাস্তবায়নে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply