কুমারখালীতে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ আহত-৩, গুলিবিদ্ধ-১

কুমারখালীতে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ আহত-৩, গুলিবিদ্ধ-১

 

আশরাফুল আলম কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে পুলিশের এএসআই সহ তিনজন আহত হয়েছেন। বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে শালঘর মধুয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদুল ইসলাম, মৃত চাঁদ আলীর ছেলে ফারুখ হোসেন ও এএসআই ফরিদ রয়েছেন।

এলাকাবাসী জানান, বাগুলাট ইউনিয়নে নবা বিশ্বাস গ্রুপ ও আলী গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত ১৪/১৫ দিন যাবত ধাওয়া পাল্টা ধাওয়া সহ বাড়ি ভাংচুর চলছে। বুধবার ভোরে আলী গ্রুপের উজ্জ্বলের বাড়িতে হামলা করে ভাংচুর করে নবা গ্রুপের লোকজন। পরবর্তীতে আলী গ্রুপ সংঘবদ্ধ হয়ে হামলা করে প্রায় ৩০/৪০ টি বাড়ি ভাংচুর করে। দুপক্ষের কয়েকশত লোক এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাশেদুল হাতে গুলিবিদ্ধ হয় এবং ফারুখের ঠোঁটে বল্লমের আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশসহ কুষ্টিয়া থেকে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বাঁশগ্রাম ক্যাম্পের এএসআই ফরিদ মারাত্মক ভাবে আহত হয়েছেন। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিব হাসান জানান, সংঘর্ষে বাড়িঘর ভাংচুর হয়েছে। পুলিশের একজন এএসআই আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

গ্যালারী

সম্পাদক : ইঞ্জি: কাজী সাব্বির আহমেদ

প্রকাশক : মোঃ নিজাম উদ্দিন

নির্বাহী সম্পাদক : মোঃ শাকিল আহমেদ তিয়াস

সহঃ সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম আপন

বার্তা সম্পাদক : মোঃ জাকির হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মঅনুযায়ী তথ্য মন্ত্রণালয় বরাবর নিবন্ধনের জন্য আবেদিত অনলাইন নিউজ পোর্টাল