আক্রান্ত
০
মিরপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদাআজমপুর গ্রাম থেকে বাইসাইকেল চুরির চেষ্টার অভিযোগে এক চোর আটক করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ২ টার সময় নওদাআজমপুর মালিথা পাড়া ছুব্বাস মোল্লার ছেলে হাসিবুল(৯) কে ফুসলিয়ে তার বাইসাইকেল টি চুরি করে পালানোর চেষ্টাকালে সাধারণ জনতা গণধোলাই দিয়ে পুলিশ কে খবর দিলে আমলা পুলিশ ক্যাম্পের আইসি এসআই হাফিজ ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ চোর আটক করে নিয়ে যায়।
আকটকৃত চোর দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাসেম আলীর ছেলে ঈসরাইল।
Leave a Reply