আক্রান্ত
০
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মন্ডলপাড়ায় দানেচের শিশুপুত্র(৬) পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে বড় আইলচারা জিকে ক্যানেলে পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, বড় আইলচারা গ্রামের মন্ডলপাড়ার মরহুম মঞ্জিলের পুত্র দানেচ আলী গরুর গা ধোয়ানোর জন্য বড় আইলচারার জিকে ক্যানেলে আসেন। জিকে ক্যানেলের শেখের ব্রীজের কাছে দানেচ গরুর গা ধোয়াতে নামলে তার সাথে আসা শিশু পুত্র সাবেত(৬) পানিতে নামেন। দানেচ গরুর গা ধোয়ায়ে বাড়িতে গেলেও শিশুটি অন্য ছেলেদের সাথে ঘোসল করছিলো। পরে শিশুটি বাড়িতে না গেলে বাড়ির লোকজন সেখানে এসে খুঁজতে থাকেন। লোকজন শিশুটির লাশ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।সাবেত এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply