আক্রান্ত
২,০৩৭,৬২২
কুষ্টিয়া প্রতিনিধিঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল আজ দুপুররে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভার কোর্টপাড়া পৌর গোরস্থান সংলগ্ন লালন শাহ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড (প্রাঃ) হাসপাতালের সামনে পাকা রস্তার উপর ’’ একটি মাদক অভিযান পরিচালনা করে ২৮৮ পিছ পেথিডিন ইঞ্জেকশন দুজনকে আটক করে।
যাহার আনুমানিক মুল্য ১০,৩৭০/- টাকা, সহ আসামী ১। মোঃ মিজানুর রহমান (৪০) পিতা-মৃত-চাঁদ আলী, সাং-আরসি আরসি রোড নতুন কোর্টপাড়া, ২। আসামী মোঃ হাসান আলী (১৯), পিতা-মোঃ নফেল শেখ, সাং-বাহির বোয়ালদহ, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply