নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের তালতলা টিনসেড বস্তির মাথাগোঁজার ঠাঁই সহ সর্বস্ব হারানো অসহায় ৬টি পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (৪ এপ্রিল ২০২১ইং) সন্ধ্যায় লকডাউনের আগের দিন সর্বস্ব হারানো অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, ভয়েস অফ কুষ্টিয়ার প্রকাশক সম্পাদক মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, অর্থ সম্পদ শরিফুল ইসলাম শরিফ, কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আবু মনি সাকলায়েন এলিন প্রমূখ।
নেতৃবৃন্দ এসময় অসহায় পরিবারগুলোর পাশে সকলে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ মার্চ সকালে কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের তালতলা টিনসেড বস্তির ৬টি পরিবারকে উচ্ছেদের নামে বাড়িঘর আসবাবপত্র গুঁড়িয়ে দেওয়া হয়। এখান অসহায় পরিবারগুলোর মানবেতর জীবনযাপন করছে। গতকাল ঝড় বৃষ্টির মধ্যে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিল। এদিকে কুষ্টিয়া কোর্টে এবিষয়ে মামলা চলমান রয়েছে।
Leave a Reply