বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়া পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ গোলাম রসূল (এসআই) ও সঙ্গীও ফোর্স এর নেতৃত্বে অভিযানে শাহজাহান মন্ডলের ছেলে শরিফুল ইসলাম লিটনের মাছের ঘের থেকে গাঁজা ব্যবসায়ীসহ ছয়জনকে আটক করেছে। আটককৃতরা হলো ১. রাকিবুল ইসলাম রাকিব (৩৫), পিতা-মৃত আনছার আলী মালিথা, গ্রাম: খেজুরতলা খালপাড়া, ২. মোঃ শফিউল ইসলাম (২৬), পিতা- খলিল মিয়া, ৩. মোঃ রিপন ইসলাম (২১), পিতা-সানোয়ার হোসেন মালিথা, ৪. মোঃ পিন্টু আলী (২১), পিতা-জবেদ আলী ৫. মীর সিয়াম হোসেন (২৯), পিতা-মীর শরিফুল ইসলাম, ৬. মোঃ সোহান আলী (২১), পিতা-জবেদ আলী সর্ব সাং- পাটিকাবাড়ী পান্থপাড়া, সর্ব থানা-ইবি, সর্ব জেলা-কুষ্টিয়া। উদ্ধারকৃত আলামত- ১. ১০ (দশ) গ্রাম গাঁজা, ২. ২টি গাঁজা সেবনের কলকে, একটি মাটির তৈরী ও অপরটি স্টিলে তৈরী ৩. সাদা রং এর দুইটি গ্যাস লাইট, ৪. একটি কেচি এবং গাঁজা বিক্রয়ের নগদ টাকাসহ এদের কাছ থেকে উদ্ধার করা হয়। পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের এমসিসি নং ১৫৩/২১। সকাল আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় পাটিকাবাড়ি মুচিপাড়াস্থ মোঃ লিটন মন্ডল (৪০), পিতা-মোঃ শাহাজাহান মন্ডল, সাং পাটিকাবাড়ী পান্থপাড়া, ইবি থানাধীন, কুষ্টিয়া এর পুকুর পাড়ে দোচালা টিনসেড ঘরের ভিতরের কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও মাদক সেবন বহুদিন ধরে করে আসছে। এলাকাবাসীর অভিযোগের উক্ত স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। এদের মধ্যে ১ নং আসামীকে অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রাখিয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১৯(ক) ধারা এবং ধৃত অন্যান্য আসামীরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) স্মারনীর ২১ ধারায় অপরাধ করিয়াছে। পরে এদেরকে চালান দেওয়া হয়। ক্যাম্প ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই । এভাবেই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply