মোঃ আরিফুল ইসলাম চাটমোহর প্রতিনিধিঃ পাবনায় ৩৭ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে গতকাল সোমবার সন্ধ্যায় শহরতলীর গাছপাড়াতে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালান র্যাবের সদস্যরা।
এসময় সেখান থেকে গ্রেফতার করা হয় নাটোরের তেলকুপঘাটের মরহুম মিন্টু মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী সাগর মোল্লা (২২) ও একই জেলার নলডাঙ্গা থানার সেনবাগ লক্ষ্মীকুলের আমজাদ মাষ্টারের ছেলে মাদক ব্যবসায়ী নাঈম ইসলাম (১৯) কে। আসামিদের কাছ থেকে ৩৭ কেজি গাঁজা ও ১টি পিকআপ উদ্ধার করা হয়। উক্ত আসামিরা দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কোন বেচা করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা হয়েছে।
Leave a Reply