নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার গড়াই নদীতে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ফাতেমা খাতুন (১০) নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুষ্টিয়ার শহরের ঘোড়াঘাট এলাকায় গড়াই নদীতে নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালী গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম (৩৫) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী (৩৬)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে গড়াই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। এই উপলক্ষে হাজারো মানুষের ঢল নামে নদীর তীরে। এ সময় ঘুরতে আসা দর্শনার্থীদের যাত্রীবাহী একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকার সব যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এক শিশু যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, আমি ছুটিতে আছি। আমার কর্মীরা কাজ করছেন। ফাতেমা নামের এক শিশু নিখোঁজ আছেন। আহত হয়েছেন কয়েকজন।
Leave a Reply