আক্রান্ত
০
মোঃ আরিফুল ইসলাম সুজন চাটমোহর প্রতিনিধিঃ লকডাউন এরমধ্যে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল সজীব।হঠাৎ এক দমকা হাওয়া এসে ঘুড়ির সুতা ছিড়ে যায়। ঘুড়িটি গিয়ে বাঁধে কারেন্টের তার সংলগ্ণ একটা গাছে। অবুঝ কিশোর ঘুড়িটি পাড়তে গাছে উঠ। গাছের ডাল একটু দুর্বল হওয়া ধীরে ধীরে ডালটি কারেন্টের তার স্পর্শ। সঙ্গে সঙ্গে সজীব বিদ্যুৎ স্পর্শ হয়ে গাছের উপর এই মৃত্যুবরণ করে। একটা সময় বিদ্যুৎ চলে গেলে সে মাটিতে পড়ে যায়। মৃত্যু সজীবের বাড়ি চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কৈইনুরা গ্রামের মোঃ মজিদ হোসেন এর ছেলে।মজিদ হোসেন এর তিন মেয়ে দুই ছেলে। মেয়ে তিনটা বিবাহ এবং বড়ো ছেলে বিবাহিত। সজীব পরিবারের ছোট ছেলে ক্লাস ৫ লেখাপড়া করে। সজিব এর পরিবারে চলছে শোকের মাতম।
Leave a Reply