আক্রান্ত
০
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শারমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত শারমিন আক্তার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামের জহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের কাছে থেকে জানা যায়, প্রতিপক্ষ বজলু, মিজান ও শোভা নিহতের স্বামীর দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। তারই সূত্র ধরে আজ শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৫টার দিকে প্রতিপক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে লাঠির আঘাতে শারমিন আক্তার মাটিতে লুটিয়ে পড়েন।
এরপর নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, নিহত শারমিন আক্তার নিহতের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
Leave a Reply