টেকনাফ প্রতিনিধিঃ টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া জেলে ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ শাহপরীর দ্বীপ এলাকার মৃত মতলবের ছেলে মো. ইসহাক (৩৪), একই এলাকার সিরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (১৮) ও মৃত শরীফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (১৯)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া জেলে ঘাট এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে-এমন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদলের সদস্যরা সেখানে অবস্থান নেয়।
কিছু সময়ের মধ্যে তিন ব্যক্তি নদীর তীরে উঠতে থাকে। এমন সময় বিজিবি টহল চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি। তাদের দেহ তল্লাশি করে তিনটি বড় প্যাকেটে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধার ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ওই তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, তিনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানজ তিন মাদক কারবারিকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply