বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির ঘটনায় অভিযোগ ওঠার পর তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহীনউজ্জামান এবং উপপরিদর্শক(এসআই) সুজাউদ্দৌলা।
বুধবার (২১ এপ্রিল) তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
তিনি বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির ঘটনায় অভিযোগ ওঠার পর শাহীনউজ্জামানকে ওআরহেডকোয়ার্টার হিসেবে ও সুজাউদ্দৌলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় আরিফুলকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ এপ্রিল শিবগঞ্জের মোকামতলা এলাকা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১০ বোতল জব্দ দেখিয়ে মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। অভিযোগ ওঠে জব্দ করা আরও ৮৮ বোতল ফেনসিডিল পুলিশ কর্মকর্তারা বিক্রি করেছেন। এমন অভিযোগের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
Leave a Reply