দিশেহারা নাইক্ষ্যংছড়ির নিম্ন আয়ের মানুষেরা

দিশেহারা নাইক্ষ্যংছড়ির নিম্ন আয়ের মানুষেরা

 

কক্সবাজার প্রতিনিধিঃ টানা লকডাউনে কাজ বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন নাইক্ষ্যংছড়ির নিম্ন-আয়ের হাজারো মানুষ। নিদারুন অভাব-অনটনে দিন কাটছে তাদের। অধিকাংশ সময় তাদের রান্নার চুলায় আগুন জ্বলে না। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

নাইক্ষ্যংছড়িসহ পাহাড় জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। রাস্তায় বের হলে পুলিশের তাড়া আর বাড়িতে ফিরলে পরিবারের সদস্যদের অভাব অনটন।এভাবে চলছে তাদের সংসার।

এদিকে বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশে কর্মহীন মানুষের তালিকা প্রনয়ণের জন্যে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি এ বিষয়ে বলেন, সরকার পাহাড়ের মানুষ গুলোর প্রতি খুবই আন্তরিক। এ কারণে কর্মহীন মানুষের জন্যে সরকার সহায়তার হাত বাড়াচ্ছে।  ইতিমধ্যেই সরকারের নির্দেশে কর্মহীন মানুষের তালিকা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যা আজকালের মধ্যেই হাতে আসবে।

রিক্সা চালক আবদু রহমান, সিএনজি চালক নুরুল হাকিম ও কাঠ শ্রমিক বদি আলম সহ অনেকে বলেন, তাদের আয়-বন্ধ ১৪ তারিখের পর থেকেই। অধিকাংশ সময় তাদের রান্নার চুলায় আগুন জ্বলে না। আর সামনে আসছে ঈদ। এখন ছোট ছোট বাচ্ছাদের কী দিয়ে শান্তনা দেবে এটাই এখন চিন্তার বিষয় তাদের। এভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার চরম সংকটে পড়া শ্রমিক, কৃষক, দিনমজুর, রিকসা, টমটম, সিএনজি চালকসহ নিম্নআয়ের সাধারণ মানুষ গুলোর প্রত্যেকের অবস্থা ও বক্তব্য একই।

এদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ও এ্যনিং মার্মা জানান,তারা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া মানুষের তালিকা করছেন গত দু’দিন ধরে। আজ-কালের মধ্যে এ কাজ শেষ করে জমা দেবেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

গ্যালারী

সম্পাদক : ইঞ্জি: কাজী সাব্বির আহমেদ

প্রকাশক : মোঃ নিজাম উদ্দিন

নির্বাহী সম্পাদক : মোঃ শাকিল আহমেদ তিয়াস

সহঃ সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম আপন

বার্তা সম্পাদক : মোঃ জাকির হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মঅনুযায়ী তথ্য মন্ত্রণালয় বরাবর নিবন্ধনের জন্য আবেদিত অনলাইন নিউজ পোর্টাল