নববধূর কুমারিত্ব পরীক্ষা

নববধূর কুমারিত্ব পরীক্ষা

অনলাইন ডেস্কঃ বিয়ের পর সম্প্রদায়ে প্রচলিত প্রাচীন প্রথা মেনে কুমারিত্ব পরীক্ষা দিতে হয়েছিল নববধূকে। সেই পরীক্ষায় পাস করতে না পারার জেরে তরুণী ও তার বোনের বিবাহ বিচ্ছেদের রায় দেয় স্থানীয় ‘জাত পঞ্চায়েত’।

বেকায়দায় পড়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই তরুণীর মা। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়ে ওই দু’জনের স্বামী, শাশুড়ি ও

পঞ্চায়েতের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, সেখানকার কঞ্জরভাট সম্প্রদায়ের মধ্যে কয়েক শতক ধরে চলে আসছে নববধূদের কুমারিত্ব পরীক্ষার রীতি।

পুলিশ বলছে, ২০২০ সালের নভেম্বরে ওই সম্প্রদায়ের দুই যুবকের সঙ্গে দুই তরুণীর বিয়ে হয়েছিল। দুই যুবকের মধ্যে এক জন সেনাবাহিনীতে চাকরি করে। আরেক জন অন্য পেশায় আছে।

বিয়ের পর পরই প্রথা মেনে কুমারিত্ব পরীক্ষা করানো হয় দুই বোনের। মেয়েটির পরিবারের অভিযোগ, দুই বোনের মধ্যে এক জন ওই পরীক্ষায় ‘পাস’ করতে পারেনি।

স্বামীর সঙ্গে প্রথমবার শারীরিক সম্পর্কে জড়ানোর ফলে সাদা চাদরে রক্তের দাগ দেখাতে হতো। তা করতে পারেনি ওই তরুণী। ফলে, তার ওপর নির্যাতন শুরু হয়। বিয়ের আগে মেয়েটির আগে অন্য কারো সঙ্গে শারীরিক সম্পর্ক থাকারও অভিযোগ ওঠে।

ওই তরুণীর বোনকেও সে কারণে বিপাকে পড়তে হয়। তাদের দু’জনকেই নিয়মিত মারধর করার অভিযোগ রয়েছে। ১০ লাখ টাকা চেয়ে তরুণীর বাপের বাড়িতে চাপ দেওয়া শুরু হয়।

পরে বিষয়টির নিষ্পত্তি চেয়ে স্থানীয় ‘জাত পঞ্চায়েত’-এর দ্বারস্থ হন তরুণীর মা। তার দাবি ছিল, তার মেয়েরা নির্দোষ।

তিনি জানিয়েছেন, মীমাংসা করার জন্য প্রথমেই তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেন পঞ্চায়েত সদস্যরা।

গত ফেব্রুয়ারিতে স্থানীয় এক মন্দিরে বসে সালিশি বৈঠক। তাতে যুবকের বাড়ির লোকের সমর্থনেই কথা বলে পঞ্চায়েত। সেই সঙ্গেই দুই বোনের বিবাহ বিচ্ছেদের রায়ও দেয়।

পঞ্চায়েতের এ ধরনের রায়ে বিপাকে পড়ে ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি’র দ্বারস্থ হন তরুণীর মা। তারাই পুলিশে যোগাযোগ করে পুরো ঘটনা জানায়।

এরপর গত বৃহস্পতিবার দুই তরুণীর স্বামী, শাশুড়ি ও পঞ্চায়েতের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

গ্যালারী

সম্পাদক : ইঞ্জি: কাজী সাব্বির আহমেদ

প্রকাশক : মোঃ নিজাম উদ্দিন

নির্বাহী সম্পাদক : মোঃ শাকিল আহমেদ তিয়াস

সহঃ সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম আপন

বার্তা সম্পাদক : মোঃ জাকির হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মঅনুযায়ী তথ্য মন্ত্রণালয় বরাবর নিবন্ধনের জন্য আবেদিত অনলাইন নিউজ পোর্টাল