সাইফুল ইসলাম আপনঃকুষ্টিয়া জেলাসহ ভেড়ামারা পৌরসভার বেশ কয়েক জায়গায় পানির টিউবওয়ে পানি সংকট দেখা দিয়েছে। এদিকে কুষ্টিয়া জেলা শহরে অধিক পানির জন্য বড় বড় বাড়ীতে নতুন ট্যাপ-টিউবওয়েল বসানোর হিড়িক বেধে গেছে।
ভেড়ামারা পৌরসভায় বেশ কয়েকদিন ধরেই আংশিকভাবে পানি উঠলেও অদ্য ১৯ এপ্রিল দুপুর থেকে আর পানি উঠছে না। এমতাবস্থায় জনগণ বিভিন্ন মসজিদে ও বড় বড় বাড়িতে যাদের ট্যাপ-টিউবওয়ের আছে সেখানে ভিড় করছেন। অনেকেই বলছেন, খুব সকালে পানির মোটর চালু করলে হালকা পানি পাওয়া যাচ্ছে বা টিউবওয়েল চাপলে হালকা পানি পাওয়া যাচ্ছে।
দুপুর বেলায় কোন পানিই উঠছে না। শোনা যাচ্ছে কুষ্টিয়া জেলায় পানির লেয়ার ৩০ ফিট নিচে নেমে গেছে। ভারী বৃষ্টি হলে এ ধরনের সমস্যা আর থাকবে না। আবার পদ্মা ও গড়াই নদীতে পানি সংকটের কারণে এ ধরনের পানির সমস্যা হতে পারে।
একদিকে পবিত্র মাহে রমজান, অন্যদিকে করোনা ভাইরাস ও লক ডাউন । মানুষের আর হয়রানির সীমা থাকবে না। আল্লাহ আমাদের সহায় হবেন।
Leave a Reply