পাবনা প্রতিনিধিঃ পাবনার দ্বীপচরের ইন্ট্রা ফুড কোম্পানিতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার বিকেলের এই অভিযানকালে অনুমোদনবিহীন স্যালাইন, নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরীর প্রমান পেয়ে নিবাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় ঘটনাস্থলে কারখানা মালিক মো: আজাদ খান (৫৬) কে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যমে তারা উল্লেখ করেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ এসকল নকল পন্য ও অবৈধ ঔষধ, জুস কারখানার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে। এ বিষয়ে পাবনার সচেতন মহল ও ব্যবসায়ীবৃন্দের সহযোগিতাও কামনা করেন তারা।
স্থানীয়রা জানান, ইন্ট্রা ফুড কোম্পানি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভাবে খাওয়ার স্যালাইন, বিভিন্ন উত্তেজক পানীয়সহ খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছেন। যা জনস্বাস্থ্যের জন্য হুমকীর। তাদের বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস পায়নি। এছাড়াও তারা নদীর জায়গা দখল করে স্থায়ী ইমারত গড়েছেন বলেও অভিযোগ রয়েছে।
Leave a Reply