আক্রান্ত
০
উওম কুমার পাবনা প্রতিনিধিঃ পাবনা অগ্রণী ব্যাংক প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার মুহিবুল্লাহ বাহার (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৫ এপ্রিল) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুহিবুল্লাহ আতাইকুলা থানার শাখারীপাড়া মহল্লার আহমেদ আলীর ছেলে। মুহিবুল্লাহ বাহার দীর্ঘদিন পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় বসবাস করে আসছিলেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মুহিবুল্লাহ বাহার পাবনার বিশিষ্ট সাংবাদিক মরহুম আব্দুল মজিদ দুদুর বড় বোনের ছেলে।
Leave a Reply