আরিফুল ইসলাম,চাটমোহর প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে
আটককৃতরা হলো উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের আব্দুল মজিদের ছেলে আতিকুর রহমান (২৬) এবং ফজর আলীর ছেলে আব্দুল হালিম (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৮টার দিকে ওই গৃহবধূ (২৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অভিযুক্ত আতিকুর রহমান ও আব্দুল হালিম তাকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তার স্বামী এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। রবিবার সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আতিকুর রহমান ও আব্দুল হালিমকে গ্রেপ্তার করে।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন দৈনিক জনতার অধিকার চাটমোহর প্রতিনিধি কে বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করার পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply