আক্রান্ত
২,০৩৭,৫৪৩
পাবনা প্রতিনিধিঃ আজ পাবনা জেলা ডিবি ও জেলা প্রশাসন কতৃক পরিচালিত এক অভিযানে ইউটেক ফুড এবং বেভারেজ নামক একটি প্রতিষ্ঠানে যৌন উত্তেজক সিরাপ ও চকলেট তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সিরাপ আটক করা হয়। এ সংক্রান্তে কোন বৈধ কাগজ না থাকায় নিবাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম, ভ্রমমান আদালতের মাধ্যমে মোঃ ইমরান কায়েস (৪৫), পিতা মৃত অক্কাস আলি গ্রাম কৃষ্ণপুর থানা ও জেলা পাবনা, কে তিন মাসের জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করে এবং আনাদায়ে আরও পনের দিনের জেল প্রদান করে। উপস্থিত ম্যাজিস্টেট মহোদয় কারখানাটি সিলগালা করেছেন।
Leave a Reply