যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি এপ্যাসি মোটরসাইকেল সহ মোঃ আবদুল্লাহ (২৫) এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার ১৩ এপ্রিল ভোড়ে নাভারণ- সাতক্ষিরা সড়কের জিবলীতলা মোড় থেকে তাকে আটক করে বাঘআচঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত আবদুল্লাহ উপজেলারর চালিতাবাড়িয়া রাঘবপুর গ্রামের তবিবর রহমান মোল্লার ছেলে। পুলিশ জানায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে এবং যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে
মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষে এ এস পি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ শার্শা থানা যশোরের সার্বিক তত্তাবধানে বাঘআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই (নিঃ) মোঃ আনোয়ারুল সংগীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন পিপড়াগাড়ী গ্রামস্থ নাভাররন- সাতক্ষিরা সড়কের জিবলীতলা মোড়ে পাকাঁ রাস্তার উপর অভিযান চালিয়ে একটি মটরসাইকেল গতি নিয়ন্ত্রণ করে চালক কে আটক করে তার কাছ থেকে ৬০ (ষাট) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২,২০,০০০/- দুই লক্ষ বিশ হাজার টাকা) এ সময় মোটরসাইকেলে থাকা অপর আসামী দৌড়াইয়া পালিয়ে যায়
বাঘআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উওম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জনতার অধিকার যশোর প্রতিনিধি কে জানান আটককৃত আসামী কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানা অধীনে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply