নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়েরের প্রস্তুতি, গ্রাম্য মাতব্বরদের মিমাংসার তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবী।সরে জমিনে ও ভুক্ত ভোগীর পরিবার সুত্রে জানা গেছে, সদরের গোকুল ইউনিয়নের রাম শহর মধ্যপাড়া গ্রামের দুলা পাগলার প্রতিবন্ধি জনৈক মেয়ে (২০) বিভিন্ন বাগানে খড়ি কুড়াতে যায়।গত ৬ এপ্রিল প্রতিদিনের ন্যায় দুপুরে সে তার বাড়ীর পাশে লিচুর বাগানে খড়ি আনতে গেলে একই এলাকার মৃত আজিজারের পুত্র লম্পট আশরাফ (৫৪) ড্রাইভার তার প্রতি কুনজর দিয়ে বাগানের মধ্য তাকে ঝাপটে ধরে।প্রতিবন্দি ঐ মেয়ে অস্পষ্ট ভাষায় জানায় আশরাফ তাকে বাগানের মধ্য জোর করে শুয়ে দিয়ে —- এ পর্যন্ত বলে সে কান্নায় ভেঙ্গে পড়ে এবং তার কঠিন শাস্তির দাবী জানায়। মেয়েটির বাবা পাগল, মা নেই, তার ফুফুর কাছেই সে লালিত পালিত হয়ে আসছে।এ ব্যাপারে তার ফুফু রেহেনা জানান সে আমাকে ঐ দিনই বাড়ীতে এসে সব কিছু বলেছে। আমি তৎক্ষনাৎ আশরাফ ও তার পরিবারকে বিষয়টি জানালে আশরাফ বলে আমি এমন কিছু করিনি যাতে সে গর্ভবতী হয়? আশরাফেরা গ্রামের মধ্যে প্রভাবশালী হওয়াই তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। এব্যাপারে আশরাফের সাথে কথা বললে সে জানায় আমি তার কিছুই করিনি, সেই আমাকে লিচুর বাগানে ঝাপটে ধরেছিল।বিষয়টি ইউপি সদস্য জাকির হোসেন গত ২৬/৪/২১ ইং তারিখে জানতে পেয়ে আশরাফকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। গ্রামের মাতব্বরদের চাপে সে অসহায়।
তারপরও প্রতিবন্দি ঐ মেয়ের পরিবারকে দিয়ে আইনের আশ্রয় নিয়ে লম্পট আশরাফের কঠিন শাস্তি যাতে হয় সে ব্যবস্থা করবে বলে ইউপি সদস্য সাংবাদিকদের জানান। লম্পট আশরাফ ও তার পরিবারদের ভয়ে ভুক্ত ভোগীর পরিবার কোথাও যাওয়ার সাহস পাচ্ছেনা এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
Leave a Reply