নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রিংকি সুইটস এন্ড দধি ভান্ডার নামের এক খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সেখানে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযানে পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় একজন ১০০টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply