বগুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

বগুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সাবগ্রাম এলাকার দরিদ্র কৃষক সোহরাব হোসেনের (৬৫) ২৮ শতাংশ জমির ধান কেটো দিল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বগুড়া সদরের সাবগ্রামের চান্দপাড়া মাঠে মুকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের কর্মীরা ধান কেটেছেন। এসময় কথা হয় কৃষক সোহরাব হোসেনের সাথে, ২৮ শতক জমির ধান কাটতে ৩ হাজার ট্যাকা লাগবি। যেটি হামার দিনচলা কটিন, সেটি ধান কাটা সপন দ্যাকার লাগান। মুকুল হামাকেরে পাশের পাড়ার ছোল। হামাক কালকে আতোত দ্যাকা করেক আে ধান কাটপি, আবার ঘরে তুলে দিবি। হামার বিশশাস হয়নি। সকালে যখন ওরা আসলো হামি ভাববার পাইনি। একন ওরা ধান কাটিচ্চে, আবার বাড়িত লিয়ে যাবি দিবার।

ধান কাটার বিষয়ে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যানে কাজ করে থাকে। আমরা জানতে পারি কৃষক সোহরাব হোসেন অর্থাভাবে ধান কাটতে পারছেন। তাই আমরা সবাই মিলে ধান কেটে দিচ্ছি। ধান কাটতে আসা ছাত্রলীগের সকল নেতাকর্মী রোজা আছে। তারা সকলেই রোজা রেখে ধান কাটছেন ধান কাটা শেষে আমরা কৃষকের বাড়িতে সেই ধান পৌছে দিব। যাতে তাকে আলাদা করে ধান নিয়ে যেতে অর্থের ব্যয় না করতে হয়।

তিনি আরও জানান, গতবছরও আমরা রোজা থাকা অবস্থায় বেশকয়েকজন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিব। এবছরও তার ব্যতিক্রম হবে না।

কৃষক সোহরাব হোসেনের জমিতে মুকুল হোসেনের সাথে আরও ধান কাটেন জেলা ছাত্রলীগের কর্মী ইউসুফ, শামীম, জীম, নুর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী। তারা সকলেই গতবছর দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছিল। এবছরও তারা দরিদ্র কৃষকের ধান কেটে দিবে বলেও জানিয়েছে।

এবছর লক ডাউনের শুরু থেকে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম শহরের ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করে যাচ্ছেন।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

গ্যালারী

সম্পাদক : ইঞ্জি: কাজী সাব্বির আহমেদ

প্রকাশক : মোঃ নিজাম উদ্দিন

নির্বাহী সম্পাদক : মোঃ শাকিল আহমেদ তিয়াস

সহঃ সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম আপন

বার্তা সম্পাদক : মোঃ জাকির হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মঅনুযায়ী তথ্য মন্ত্রণালয় বরাবর নিবন্ধনের জন্য আবেদিত অনলাইন নিউজ পোর্টাল