স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গত দুই দিনে পরপর এক পুরুষ ও নারী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে টুলু মিয়া ও শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে রাশেদা বেগম আত্মহত্যা করেন।
জানা গেছে, বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘী নয়াপাড়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে টুলু মিয়া কাঠ-মিস্ত্রির কাজ করতেন। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। অন্যদিকে একই এলাকার হাপুনিয়া পাড়ার মো: আকরাম হোসেনের স্ত্রী মোছা: রাশেদা বেগম আত্মহত্যা করেন। তবে তার ছেলে সাজু মিয়ার দাবি, “আমার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। একারণে আমার মা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকান্ড করতেন। আর তিনি ভুলবশত ওষুধ মনে করে এই গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলেন।
এ ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহিম জানান, ময়না তদন্তে প্রমাণিত হয় যে মো: টুলু মিয়া গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। তবে রাশেদা বেগমের ময়না তদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
Leave a Reply