বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর থানা পুলিশের অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো তৌহিদ মোল্লা (২৬),সোহেল রানা (২৪), এমরান (২৬), মোহাম্মদ বাবু (২৭), সিহাব (২৫) ও ইমাম হোসেন (২০)। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ।
পুলিশের দাবি, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে পুরো শহরের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। একাধিক ছিনতাই মামলার আসামির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি ও ছিনতাই প্রস্তুতির সময় ওই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ছিনতাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষদের চলাফেরা নির্বিঘ্ন করতে আমরা বদ্ধপরিকর।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান,এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা পেশাদার ছিনতাইকারী।এদের সবাইকে ছিনতাই প্রস্তুতির সময় গ্রেফতার করে প্রচলিত আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply