কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে ২ হাজার ১৯০ রাউন্ত গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থ্রি নট থ্রি রাইফেল, মেশিনগান এবং পিস্তল – তিন ধরনের আগ্নেয়াস্ত্রেরই গুলি রয়েছে। গুলিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে জানিয়েছে পুলিশ। গুলিগুলো এখন কক্সবাজার সদর মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন এবং মাটি ভরাটের জন্য পাশের বাঁকখালী নদীতে খননকাজ চলছিল।এ নদীর তলদেশ থেকে উত্তোলন করা বালু নেওয়া হচ্ছিল বিমানবন্দর এলাকায়। গতকাল রোববার রাতে বিমানবন্দরের বালুর স্তূপে গুলিগুলো দেখতে পান মাটি খননে কর্মরত শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। রাত ১২টার সময় গুলি গুলো কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়,
উদ্ধার হওয়া ২ হাজার ১৯০টি গুলির মধ্যে মেশিনগান ও থ্রি নট থ্রি রাইফেলের গুলির পরিমানই বেশি অল্প কিছু গুলি রয়েছে পিস্তলের। উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে কিছু তাজা ও কিছু নষ্ট। পরীক্ষা নিরীক্ষার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার থানার ওসি। গুলিগুলো থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Leave a Reply