মোসাদ্দেক বিল্লাহ শাহজাদপুর প্রতিনিধিঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ফেচুয়ামারা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় এক বছর ধরে লাগাতার ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সরে জমিনে ঘুরে, ধর্ষিতা কিশোরী ও শাহজাদপুর থানায় এজহারকৃত অভিযোগ সুত্রে জানা যায়, ফেচুয়ামারা গ্রামের বিদেশপ্রবাসী মোত্তালেব হোসেনের মেয়ের (১৭) এর সাথে একই গ্রামের প্রতিবেশী আফছার আলীর স্কুল পড়ুয়া পুত্র সবুজ (১৭) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে সবুজ। ধর্ষিতার মা বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগ শাপলার কক্ষে বছরের অধিকাংশ রাত কাটিয়ে ফজরের আজানের পূর্বেই সটকে পরে যুবক। সর্বশেষ গত ২ এপ্রিল রাত ১০টার দিকে ধর্ষিতার কক্ষের জানালার পাশে এসে জরুরি কথা আছে বলে দরজা খুলতে বলে সবুজ। সবুজের কথামত দরজা খুলে ভিতরে আসতে দেয় মেয়েটি। আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে সে অস্বীকৃতি জানায়। এবং বিয়ের না করলে শারীরিক সম্পর্ক হবেনা বলে সাফ জানিয়ে দেয়। এতে জোরপূর্বক মেয়েটির জামাকাপড় খুলে ধর্ষন করলে সে চিৎকার দেয়।একপর্যায়ে প্রতিবেশি লোকজন ছুটে আসলে ধর্ষক যুবক সবুজ পালিয়ে যায়। এরপর পরিবার ও প্রতিবেশীদের নিকট ঘটনা খুলে বলে ধর্ষিতা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও সবুজ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটির খালু আব্দুল মান্নান বাদী হয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ সবুজকে আটক করে।
এ ব্যাপারে ধর্ষিতা জানান, তাকে গত এক বছর ধরে বিয়ে করার কথা বলে সবুজ তার সাথে স্ত্রী’র মত মেলামেশা করেছে। অথচ বিয়ে না করে প্রতারণা করছে। দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন সবুজের। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply