আক্রান্ত
০
পাবনা প্রতিনিধিঃ রোববার রাত সাড়ে ১১ টায় ঈশ্বরদী উপজেলার আইকে রোডে এক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সড়কের কিনার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। এই সময় সাহাপুর এলাকা থেকে বরইচরা বাজারগামী মোটরসাইকেল আরোহী গতি সামলাতে না পেরে পথচারীর গায়ের উপর উঠিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। তবে এই ঘটনার পরে থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।
Leave a Reply