মােঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধিঃ মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা বলেছেন-দেশকে এগিয়ে নিতে জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবো।
২৪ আগস্ট বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাগুরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাগুরা জেলা শান্তিপূর্ন জেলা, এ জেলার মানুষের যান-মালের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস, মাদক আর সরকার বিরোধী সকল কর্মকান্ডে জিরো টলারেন্স দেখাবে মাগুরা পুলিশ।
তিনি সাংবাদিকদের কাছে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। সাংবাদিকরা জেলার আইনশৃংখলা পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সাইদুর রহমান, শামীম খান, শফিকুল ইসলাম শফিক, শরীফ তেহরান টুটুল, রূপক আইস, ইলিয়াস মিথুন, কাজী আশিক রহমান, আরাফাত হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম অ্যান্ড অপস)নাজিম উদ্দিন আল আজাদ অতিরক্ত পুলিশ সুপার সার্কেল ডি আই ও ১ সৈয়দ বাবুল আখতারসহ অন্যান্য কর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply