মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগান নিয়ে মাগুরায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রয় কর্মসূচি শুরু হয়েছে।
২৭সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য অধিদপ্তরের পরিচালনায় কার্ডধারি ব্যক্তির নিকট প্রতিকেজি ১৫টাকা দরে ৩০ কেজি চাউল ৪৫০ পঞ্চাশ টাকায় বিক্রয় করা হচ্ছে।
স্বরজমিন ঘুরে জানা গেছে জেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত ৩ জন করে ডিলারের নিকট থেকে স্বল্প মূল্যে চাল ক্রয় করে জেলার বেশ কয়েক হাজার হতদরিদ্র পরিবার উপকৃত হচ্ছে। তবে কিছু কিছু ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার বিস্তর অভিযোগ উঠেছে।
কম দেওয়ার বিষয়ে ডিলাদের সাথে কথা বললে কেউ কেউ অস্বীকার করেন,আবার অনেকে কৌশলে এড়িয়ে যান।
২৮ সেপ্টেম্বর বুধবার সকালে শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে আনুষ্ঠানিক ভাবে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাল বিক্রয় করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ডিলার খন্দকার আবু আনছার নাজাত আশা, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশাসহ অন্যরা।
Leave a Reply