মােঃসাইফুল্লাহ মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ সেপ্টেম্বর বৃস্পতিবার দুপুরে শ্রী শ্রীদুর্গা পূজা উপলক্ষে ১৫০ টি মন্দিরে সরকারি অনুদানের ২৮ লাখ ৮০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের অর্থ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেরা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ অন্যরা।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যপক শিশির শিকদারের সঞ্চালনায় এ অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলার ৮টি ইউনিয়নের ১৫০টি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১৯ হাজার ২০০ টাকা করে অনুুদানের নগদ অর্থ তুলে দেন।
Leave a Reply