মাগুরায় প্রকাশ্যে দিবালোকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মাগুরায় প্রকাশ্যে দিবালোকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

 

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামের আতর লস্কর নামের এক বৃদ্ধা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে আতর লস্করকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকেরা।

নিহত আতর লস্কর বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আতর লস্কর দুইজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের কানুটিয়া হাটে বাজার করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্র সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। দুর্বৃত্তরা আতর লস্করসহ দুজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেওয়ার পথে আতর লস্করের মৃত্যু হয়।
নিহত আতর লস্করের বড় ছেলে উজ্জল লস্কর বলেন, ‘গত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী নিয়ে চরম দ্বন্দ্ব হয়েছিল । এরই জের ধরে তুচ্ছ ঘটনায় গত শনিবার গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার চাই।’

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট

গ্যালারী

সম্পাদক : ইঞ্জি: কাজী সাব্বির আহমেদ

প্রকাশক : মোঃ নিজাম উদ্দিন

নির্বাহী সম্পাদক : মোঃ শাকিল আহমেদ তিয়াস

সহঃ সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম আপন

বার্তা সম্পাদক : মোঃ জাকির হোসেন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মঅনুযায়ী তথ্য মন্ত্রণালয় বরাবর নিবন্ধনের জন্য আবেদিত অনলাইন নিউজ পোর্টাল