মােঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা – উল – জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার ও ‘মুক্তিযুদ্ধে শ্রীপুর’ গ্রন্থ তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, নজরুল, সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও জিকে আইডিয়াল কলেজের সহযোগী অধ্যাপক ড. মুসাফির নজরুল, শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক আনোয়ার সাদাতসহ অন্যরা।
শ্রীপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতীয় বীমা দিবস পুরস্কার ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী ১৩০ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হ।
Leave a Reply