মােঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ সভায় সভাপতিত্ব করেন ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল, সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অপূর্ব কুমার মিত্র, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর থানার সেকেন্ড অফিসার মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ আরো অনেকে।
সভায় আগামী ১লা অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য শারদীয়া দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply