আক্রান্ত
০
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)। সোমবার পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার নগরহাট এলাকার নাজমুল হকের ছেলে মাজেদুর রহমান ওরফে মিলন(৩৮) এবং শেরপুর উপজেলার চকপোতা বাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম(১৮)।
ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার মাটিকোলা এলাকা থেকে মিলনকে ৫ গ্রাম গাঁজাসহ এবং রাত ৯টার দিকে শেরপুরের রনবীরবালা এলাকা থেকে জহুরুল ইসলামকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply