নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- শিবগঞ্জের মৃত মহির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন(৪০), সদরের জয়পুরপাড়া এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে রহিম মন্ডল(৩৮), চকসূত্রাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে আহাদ ওরফে রাহাত(৩৬), শাজাহানপুরের বড়পাথার দক্ষিণপাড়া এলাকার শামসুল হকের ছেলে সুদীপ্ত শাহিন(৩০) এবং ফারুক হোসেনের ছেলে মাসুদ রানা(২৬)। রোববার দিনব্যাপী মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, শহরের মাটিডালী এলাকা থেকে মোয়াজ্জেম ও রহিমকে ১০০ পিস ইয়াবা, শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ রাহাতকে এবং সদরের অদ্দিরগোলা বাজার এলাকা থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ সুদীপ্ত ও মাসুদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply