বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সহসম্পাদক ফরহাদ হোসেনকে (৪০) চার বোতল ফেন্সিডিল ও ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নিজবাড়ি থেকে গ্রেফতার করে সোমবার বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফরহাদ হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, এর আগে ফরহাদ হোসেনকে ২০১৫ ও ২০১৯ সালে মাদকসহ দুইবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফরহাদ হোসেন রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে মাদক দ্রব্য বিক্রির সংগে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় রবিবার রাতে ফোরহাদ হোসেন তার নিজ বাড়ির পাশে মাদক সেবীদের নিকট ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করছিল। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাসি করে ৪ বোতল ফেন্সিডিল ও ৩০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ফরহাদ হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে। সোমবার ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ফরহাদ হোসেনের ছোট ভাই পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনকে (৩৫) মামলার আসামী করা হয়েছে। মাদক বিক্রির অভিযোগে কয়েকদফা সোহরাব হোসেন পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
থানা হাজতে আটক ফরহাদ হোসেন দাবী করে, পুলিশ তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। সে মাদক সেবন করে। বিক্রি করে না।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ফরহাদ হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী। তাকে মাদকসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply