আক্রান্ত
২,০৩৭,৬২২
আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ফজলু হোসেন (২৮) নামের এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক ফজলু হোসেন উপজেলার সান্তাহারের বড় আখিড়া গ্রামের মন্ডলপাড়ার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার আখিড়া গ্রামের প্রবেশ মুখে ব্রিজের উপর মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিল ফজলু হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ৯টায় সেখানে হাজির হয়ে তার দেহ তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মাদক বিক্রেতা ওই যুবককের বিরুদ্ধে মামলার করে গত শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply