মিরপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল মিরপুরে জিকে খাল থেকে ভাসমান অবস্থায় পরিচ্ছন্ন কর্মির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পরিচ্ছন্নতা কর্মি জাহিদুল ইসলাম মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের মৃত নুর হোসেনর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় জাহিদুল মিরপুর বাজারের পৌর পার্কে পরিচ্ছন্নতা কর্মি হিসেবে কাজ করতেন।
স্থানীয় এক ব্যাক্তি বৃহস্পতিবার সকালে মাছ শিকার করতে আসলে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
মরদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার রাত ১০ টার দিকে নিহত জাহিদুল ইসলাম কে অনেকে সুস্থ্য অবস্থায় দেখেছে বলে জানা যায়।
নিহত জাহিদুল মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুৃষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Leave a Reply