আক্রান্ত
০
যশোর প্রতিনিধিঃ যশোরের ১১ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ শিশুটিকে যশোর সদর উপজেলার ১৪ বছরের এক কিশোর ফুঁসলিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। কিন্তু শিশুটি ভয়ে কাউকে কিছু জানায়নি। পরবর্তীতে ২৫ এপ্রিল তারিখে ২০ বছরের অনুপম কুমার তাকে ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরবর্তীতে শিশুটি তার মায়ের কাছে সব জানালে শিশুটির মা ওই ১৪ বছরের কিশোর ও অনুপম কুমারের নামে কোতয়ালী থানায় মামলা করে।
পুলিশ আজ (২৭ এপ্রিল) তাদেরকে সদর উপজেলার বিজয়নগরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অনুপমকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। নাবালক কিশোরকে তার পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। সে পরবর্তীতে কোর্টে হাজিরা দেবে। ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে
Leave a Reply