বগুড়া প্রতিনিধিঃ ডিশ ব্যবসায়ী থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচিত ব্যক্তি এখন হিরো আলম। তিনি সিনেমায় অভিনয় করেন, গান করেন, রাজনীতি করেন। এসব নিয়ে হরহামেশাই আলোচনা ও সমালোচনার মুখে পড়েন আলম।
তবে নানা সময় তাকে দেখা গেছে সমাজসেবায় অংশ নিতেও, যা মানবিক হিরো আলমকে প্রশংসিত করেছে সবার কাছে। বন্যায় ত্রাণ নিয়ে ছুটে গেছেন, করোনায় অসহায়দের সাহায্য করেছেন।
সেই ধারাবাহিকতায় এবার তিন শতাধিক অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিলেন হিরো আলম। তিনি নিজেই নিশ্চিত করেন, নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করার কথা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, ছোলা, খেজুর, চিনি, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় অনেক কিছু।
হিরো আলম বলেন, ‘আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। সবাইকে নিয়ে আনন্দে জীবন কাটাতে চাই। শুধু রোজার মাসেই নয়। ঈদের সময়ও সবাইকে সাহায্যের পরিকল্পনা করছেন হিরো আলম। গত বছরও তিনি অনেককে সাহায্য করেছেন। এবারও সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন।।
Leave a Reply