মোঃ মোরশেদ আলম রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে অটোরিকশা চার্জার ভ্যান শ্রমিকরা ২৮-০৮-২০২২ রবিবার অটোরিকশা ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছে, সারাদিন ব্যাপি এই ধর্মঘট করে, এতে করে সাধারন মানুষের বিশেষ করে ছাত্র ছাত্রীদের বেশি দূর্ভোগ পোহাতে হয়।
সারাদিন তেমন অটোরিকশা দেখা যায়নি, মাঝে মাঝে যদিও একটা দুটো দেখা গিয়েছে তবে দেখার সঙ্গে সঙ্গে তাদেরকে অন্য অটোরিকশা চালকরা যাত্রী নামিয়ে দিয়ে তাদেরকে ধর্মঘটে অংশ নিতে ব্যাধ করেছে, কোথাও কোথাও বিপাকে পড়তে হয়েছে বয়স্ক, বাচ্চা, এমনকি অটোতে আসা রুগীকেও। জোর করে নামিয়ে দিচ্ছে অটোরিকশা থেকে।
সাধারণ মানুষের অভিমত অটোরিকশা তো আর তেল দিয়ে চালাতে হচ্ছে না, বরং অটোরিকশার কারনে আজ দেশে বিদুৎ এর এমন বেহাল দশা তবে কেন বাড়ানো হবে বাড়া।দেশে কি কোনো আইন কানন নেই, যে যেটা বলবে সেটাই হবে। দেখার কি কেউ নেই সব কিছু হুড় হুড় করে বেড়েই চলেছে কই বেতন তো বাড়ছে না।আর রাজশাহীতে ছাত্র ছাত্রীর পরিমান বেশি ছাত্ররা তো আর টাকা ইনকাম করে না বিষয় টা বেশ সাড়াশব্দ ফেলেছে সারা শহর জুড়ে।
Leave a Reply