রাজশাহী প্রতিনিধিঃ সোমবার দিবাগত রাতে এক পুলিশ সদস্য চাঁদাবাজি করার সময় সাধারন জনতন তাকে হাতনাতে ধরে ধরে পুলিশে দেয়।
রাজশাহীর ১১ নাম্বার ওয়াড কাউন্সিলরের সামনে এ ঘটনা ঘটে তার সঙ্গে থাকা আরো একজন পুলিশ সদস্য পালিয়ে যায়।
আটককৃত পুলিশ সদস্যর নাম মিজানুর রহমান, তিনি বোয়ালিয়া থানার কনস্টেবল।খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,রোববার হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ভিলা ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে নগদ ছয় হাজার টাকা নিয়ে যান বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর।
সোমবার রাত ৯টার দিকে ওই ছাত্রের কাছে আরো ১০ হাজার টাকা নেয়ার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলায় দিয়ে বোয়ালিয়া থানার পুলিশকে খবর দেয় স্থানিয়রা। এসময় জনতার হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের হাতে তুলে দেয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে পুলিশ তাকে নিয়ে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
Leave a Reply