কুষ্টিয়া প্রতিনিধিঃ র্যাব-১২ সিপিসি -১ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক ১৫ এপ্রিল ২০২১ ইং তারিখে দুপুর ১.৩০ সময় কুষ্টিয়া সদর থানাধীন পৌড়সভাস্হ আমলা পাড়া স্পোর্টিং
ক্লাবের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে ৭৫০ মিঃলি দেশি মদ ও ৩ পিচ বিয়ার যার আনুমানিক মূল্য ৩৯০০/-(তিন হাজার নয়শত) টাকা ০১ টি সিম কার্ড, ০১ টি মোবাইল ফোন সহ আসামী গোপাল চন্দ্র সরকার গোপেন (৫৮) পিতা মৃত তারাপদ সরকার সাং আমলা পাড়া (বড় বাজার) থানাঃ কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামী কে কুষ্টিয়া সদর থানায় মাদক আইনে মামলা দেওয়া হয় এবং আসামীকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়,
উল্লেখ্য এই ধরনের অভিযান সচল রেখে মাদক মুক্ত সোনার বাংলা গড়তে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া কে সঠিক তথ্য দিন মাদক মুক্ত, জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Leave a Reply