আরিফুল ইসলাম সুজন চাটমোহর প্রতিনিধিঃ চাটমোহর সড়কের পাশের সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের নির্দেশে গাছগুলো কাটা হয়।
ঘটনাটি স্বীকার করলেও গাছগুলো এতিমখানার জন্য কাটা হয়েছে বলে অজুহাত দেখান ইউপি চেয়ারম্যান। তবে অনুমতি ছাড়া প্রকাশ্যে সরকারি গাছ কাটার ব্যাপারে অভিযোগ তুললেও প্রভাবশালী হওয়ার কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলতে চান না স্থানীয়রা। অনুমতি ছাড়া কীভাবে কাটলেন এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, ‘গাছ কাটার অনুমতি তাই দেয়? আপনি বোঝেন তো সব।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, নিয়মনীতি না মেনেই একজন চেয়ারম্যান হয়ে সরকারি গাছ কীভাবে কাটেন।তবে প্রতিবাদ কে করতে যাবে? যে প্রতিবাদ করবে তার নানা সমস্যা হবে। তাই নীরবে চেয়ে দেখা ছাড়া উপায় কী
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। সরকারি গাছ কাটার সুযোগ নেই। সরকারি গাছ কেউ কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply