উত্তম কুমার বেড়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে মারা যান।
মৃত ব্যক্তি হলেন- সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মৃত কফিল মোল্লার ছেলে নুরুন্নবী (৭০) ।
সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, সোনাগ্রামের বৃদ্ধ নুরুন্নবী কয়েকদিন আগে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।
শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা না থাকায় সোমবার রোগীর পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। তবে আকস্মিকভাবে মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান। বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি আগামী দুই সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পাবনায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫০ জন, মারা গেছেন ১৫ জন এবং হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন আছেন ৫০৯ জন।
পাবনা জেলার ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর বলেন, আমরা এখনো এ বিষয়ে কোন রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলে জানাতে পারব।
Leave a Reply