মোঃ হাবিবুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গ্রাম্য মাতবর খোকা শেখকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকা ওই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।
কামারখন্দ থানার ওসি রাকিবুল হুদা জানান, খোকা শেখ শুক্রবার রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে দৃর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
পরে বগুড়ার নেয়ার পথেই তিনি মারা যান। খবর পেয়ে শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply